সুইজারল্যান্ডে জনসম্মুখে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ১৪:৪২

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে সামান্য ব্যবধানে জনসম্মুখে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। দেশটির নিয়ম অনুযায়ী যে কোনো বিষয়ে ১ লাখ মানুষ স্বাক্ষর দিলে সেই প্রস্তাবের ওপর জাতীয় ভোট অনুষ্ঠিত হয়৷ প্রস্তাবে পোশাকের ধরন উল্লেখ করা না হলেও, মুসলিম নারীদের বোরকা বা নিকাবকে লক্ষ্য করেই প্রচার চালানো হয়েছে।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়, এরইমধ্যে দেশটির দুইটি অঞ্চলে নিয়মটি কার্যকর রয়েছে৷ সেটি সারা দেশের প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে রবিবার (৭ মার্চ) ভোটাভুটি হয়েছে৷ ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ ইউরোপের কয়েকটি দেশে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে৷ তবে দেশটির ২৬টি ক্যান্টনের (প্রশাসনিক অঞ্চল) ছয়টিতে বেশিরভাগ মানুষ এই প্রস্তাব সমর্থন করেননি৷ এই ছয় ক্যান্টনের মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে বড় তিন শহর জুরিখ, জেনেভা ও বাসেল৷ এছাড়া রাজধানী বার্নের অধিকাংশ মানুষও ছিলেন বিপক্ষে৷

প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তি জনসম্মুখে মুখ ঢেকে রাখতে পারবেন না। রেস্টুরেন্ট, স্টেডিয়াম, গণপরিবহণ এমনকি রাস্তায় হাঁটার ক্ষেত্রেও মুখ আবৃত করে এমন পোশাক পরা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। অর্থাৎ করোনা মোকাবিলায় মাস্ক পরতে কোন সমস্যা নেই। তবে প্রার্থনাস্থলের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হবে।

এদিকে প্রস্তাবটিতে যেসব কথা বলা হয়েছে সেগুলোকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করেছে মুসলিম নারীদের সংগঠন পার্পল হেডসকার্ভস৷

বার্তা সংস্থা এএফপিকে সংগঠনটির মুখপাত্র ইনেস এল-শিখ বলেন, প্রস্তাবিত আইনে যা সমস্যা নয় সেটিকে একটি সমস্যা হিসেবে দেখানো হচ্ছে৷ অথচ পুরো সুইজারল্যান্ডে মাত্র ত্রিশজন নারী বোরকা পরেন৷