মিয়ানমার সেনাবাহিনীর পেজ মুছে দিয়েছে ফেসবুক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫০

সাহস ডেস্ক

সহিংসতায় উসকানির নীতিমালা ভঙ্গ করায় মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত মূল পেজটি মুছে দিয়েছে ফেসবুক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থানবিরোধীরা সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সু চি’র মুক্তিরও দাবি জানাচ্ছেন।

বিক্ষোভকারীদের ওপর ওই সহিংসতার পর ফেসবুকের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, বৈশ্বিক নীতিমালা অনুযায়ী আমরা ফেসবুক থেকে টাটমাডাও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজটি মুছে দিয়েছি। কারণ, এটি বারবার আমাদের সহিংসতা এবং ক্ষতিরোধকারী কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে।

মিয়ানমারের সেনাবাহিনী টাটমাডাও নামে পরিচিত। রবিবার থেকে এর ট্রু নিউজ পেজটি আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। ফেসবুকের এই সিদ্ধান্তের বিষয়ে কোনও মন্তব্য করেনি দেশটির সেনা মুখপাত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত