লেবাননে হামলার হুমকি দিল ইসরাইল

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৩

সাহস ডেস্ক

লেবাননে হামলার হুমকি দিয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টেজ বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলে হামলা চালায় তাহলে লেবাননের জনগণকে ‘চড়া মূল্য’ দিতে হবে। -খবর টাইমস অব ইসরাইল।

১৯৯৭ সালে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করতে গিয়ে ইসরাইলের দুটি পরিবহন হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছিল। তাতে ৭৩ জন সেনা সদস্য নিহত হয়েছিল। নিহত সেনাদের স্মরণ অনুষ্ঠানে গত সোমবার এই হুশিয়ারি দেন গান্টেজ।

গান্টেজ বলেন, যদি উত্তরে কোনো হামলার ঘটনা ঘটে, তাহলে দেশটির বেসামরিক নাগরিকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্রের জন্য লেবাননের জনগণকে সবচেয়ে চড়া মূল্য দিতে হবে। -খবর টাইমস অব ইসরাইল।

তিনি আরো বলেন, আমরা বারবার বলেছি যে আমরা হিজবুল্লাহ ও ইরানিদের কখনো লেবাননকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে দেবো না। এখন ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সীমান্ত এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তা চালিয়ে যাবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত