রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন করা হবে: মিয়ানমার সেনাপ্রধান

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৪

সাহস ডেস্ক

২০১৭ সালের সঙ্কটের সময়ে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। তিনি বলেন, এবার সামরিক শাসন ভিন্ন হবে, কেননা নতুন জান্তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পরে দেশের বিভিন্ন অঞ্চলে সামরিক আইন ঘোষণা করা হয়েছিল।

সোমবার (৯ জানুয়ারি) তিনি ঘোষণা দেন যে এবারের সেনাবাহিনী ৪৯ বছর আগের শাসনামলের পরিস্থিতি থেকে "আলাদা" হবে।

সামরিক পোশাকে উপস্থিত হয়ে টেলিভিশন দেওয়া ভাষণে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইয়াং ক্ষমতা দখলকে “বৈপ্লবিক অভ্যুত্থান” বলে অভিহিত করেন এবং এই ঘটনাকে "ভোট জালিয়াতি" দ্বারা বৈধতা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন। 

ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য অঞ্চলে লোকদের পাঁচজনের বেশি দলে প্রতিবাদ বা সমাবেশ করতে নিষেধাজ্ঞা এবং রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এর আগে মিয়ানমারে সর্বশেষ ২০১১ সালে প্রত্যক্ষ সেনা শাসনের অবসান ঘটে।

তিনি বলেন, জরুরি অবস্থা শেষ হওয়ার পর সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী দলকে গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ী রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা হবে।

এ সময় স্কুল ও বৌদ্ধমন্দিরগুলো পুনরায় খুলে দেওয়াসহ করোনভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত