সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত: জাতিসংঘ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৪:১৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত। এছাড়া, সিরিয়ার এক তৃতীয়াংশ স্কুল ধ্বংস হয়ে গেছে না হয় যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলছে, আগের হিসেব থেকে এ সংখ্যা দ্রুতই বাড়ছে। এর আগের হিসেবে দেশটির এক তৃতীয়াংশ শিশু শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিল।

ইউনিসেফ এক বিবৃতিতে বলছে, সিরিয়ায় প্রায় ১০ বছরের যুদ্ধের কারণে অর্ধেকেরও বেশি শিশু শিক্ষা থেকে অব্যাহতভাবে বঞ্চিত হচ্ছে। এ সংখ্যা ২৪ লাখেরও বেশি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইউনিসেফের প্রধান টেড চাইবান বলেছেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে এসে এ সংখ্যা দ্রুতই বেড়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হয়। সহিংস এ যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজারেরও বেশি লোক নিহত এবং যুদ্ধ পূর্ববর্তী ২ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার প্রতি তিনটি স্কুলের একটি আর ব্যবহৃত হচ্ছে না। হয় এসব ধ্বংস হয়েছে না হয় সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত