এবার করোনায় আক্রান্ত গেরিলা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ১৪:৫৬

সাহস ডেস্ক

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গরিলা। যুক্তরাষ্ট্রের সান দিয়েগো জু সাফারি পার্ক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারি) ঐ চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত আটটি গরিলা করোনায় আক্রান্ত হয়েছে।

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে দুই গরিলার করোনা পজিটিভ এসেছে। এরপর আরও তিন গরিলার দেহে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে করোনার লক্ষণ আছে এমন একজন চিড়িয়াখানার স্টাফের সংস্পর্শে এসে গরিলাগুলো করোনায় আক্রান্ত হয়েছে।

খবরে বলা হয়, গত বুধবার দুই গরিলার কাশি শুরু করে। এরপর শুক্রবারের পরীক্ষায় দেখা যায়, প্রাণীগুলোর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি। সোমবার দেশটির এগ্রিকালচার বিভাগের জাতীয় ভেটেরিনারি পরিষেবা ল্যাবরেটরি গরিলার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির কথা নিশ্চিত করেছে।

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, গরিলাগুলো করোনা আক্রান্ত হওয়ার পর গুরুতর কোন লক্ষণ দেখা দিয়েছে কিনা তা জানা যায়নি। তবে তাদের নজরদারির ওপর রাখা হয়েছে।

সূত্র: সিএনএন, এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত