ইউরোপের সদস্যপদ পেতে যে কোনো শর্তে রাজি তুরস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৮:২২

সাহস ডেস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বলেছেন, ‘ইউরোপের সদস্যপদ পেতে যে কোনো শর্ত পূরণ করতে প্রস্তুত তুরস্ক, যদি জোট সততার সঙ্গে আলোচনা করতে চায়।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) তুর্কি ও সুইডিস পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাভাসগ্লু। সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী আপার কারাবাগ, সিরিয়া ও দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

সদস্যপদের জন্য তুরস্কের স্থির মনোভাবের কথা পুনর্ব্যক্ত করে কাভাসগ্লু বলেন, ‘ইউরোপের উচিত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া।’ 

কাভাসগ্লু সন্ত্রাস দমনে সুইডেনের সমর্থন ও সহযোগিতার প্রত্যাশা করেন।

তুরস্ক ১৯৯৯ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য প্রার্থিতা ঘোষণা করে।

২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্ত বিরোধ অন্যতম। এছাড়া মুসলিম দেশ হওয়ার কারণেও তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনো কোনো সদস্য দেশ।

সূত্র-ইয়েনি শাফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত