প্রবীণদের অপ্রয়োজনীয় হিসেবে মনে করেন ট্রাম্প: বাইডেন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১৭:১৬

সাহস ডেস্ক

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করে ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ হিসেবে মনে করেন প্রেসিডেন্ট।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে পেমব্রোক পাইনস শহরের একটি প্রবীণ সেবা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এ কথা বলেন বাইডেন।

বাইডেন বলেন, ‘প্রবীণ ভোটাররা যে তার কাছে খরচযোগ্য, ভাইরাসের ভয়াবহতার বিষয়ে গুরুত্ব না দিয়েই প্রেসিডেন্ট তা বুঝিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘ট্রাম্পের কাছে আপনারা খরচযোগ্য, আপনারা বিস্মরণযোগ্য, আপনারা কার্যত কেউই না। এভাবেই ট্রাম্প প্রবীণদের দেখেন, আপনাদের দেখেন।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার পর নির্বাচনী প্রচারে ফেরা ট্রাম্প সোমবার ফ্লোরিডায় প্রচার চালিয়েছিলেন। তার সমাবেশে উপস্থিত কয়েক হাজার মানুষের অধিকাংশের মুখেই সেদিন মাস্ক ছিল না।

সোমবার (১২ অক্টোবর) পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন নিজেকে সুপারম্যানের মতো বোধ করছি।’

অন্যদিকে বাইডেনের প্রচার হয়েছে মাস্ক পরে, সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে। ডেমোক্র্যাটদলীয় এ প্রার্থী বলেন, ‘করোনাভাইরাস যে বয়স্কদের জন্য মারাত্মক, রিপাবলিকান ট্রাম্প এ বিষয়টিকে অবজ্ঞা করেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট একমাত্র নিজেকে ছাড়া আর কোনো বয়স্ক ব্যক্তির প্রতি যত্নবান নন বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসের যে অনুষ্ঠানকে সুপার স্প্রেডার বলা হচ্ছে, সে অনুষ্ঠানে আয়োজন এবং সেখানে রিপাবলিকানদের একে অপরকে জড়িয়ে ধরারও সমালোচনা করেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত