অর্থনীতি বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ২ মার্কিন অর্থনীতিবিদ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ১৯:৪১

সাহস ডেস্ক

নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম গঠন আবিষ্কারের জন্য অর্থনীতি বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ। তারা হলেন, পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

রাজধানী স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের মহাসচিব গোরান হ্যানসন। এরমধ্যে দিয়ে এবারের আসরের নাম ঘোষণা প্রক্রিয়া শেষ হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে মন্দা অবস্থা চলছে মহামারি করোনাভাইরাসের কারণে। কঠিন এই সময়েও অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হলো।

অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে এর মূল নাম ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন, অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত