ভারতে একদিনে করোনায় মৃত্যু ৯১৮

প্রকাশ | ১১ অক্টোবর ২০২০, ১৭:২৫

অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শানাক্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন।

রবিবার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দেশটিতে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৮৯ হাজার ১৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র প্রদেশটিতে কোভিডে আক্রান্ত হয়ে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটিতে এখন পর্যন্ত ৪০ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

মহারাষ্ট্রের পর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১৮৭ জন, কর্ণাটকে ৯ হাজার ৮৯১ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ৩৫৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৯৪ জন, দিল্লিতে ৫ হাজার ৭৪০ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫৬৩ জন।