ইরানের যেকোনো হামলার জবাব ফিরিয়ে দেওয়া হবে হাজার গুণে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৫

সাহস ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের যেকোনো ধরনের হামলার জবাব ফিরিয়ে দেওয়া হবে হাজার গুণে।

স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) টুইটারে এমন হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। এ খবর জানিয়েছে এএফপি।

ট্রাম্প বলেন, গণমাধ্যমের খবর অনুসারে ইরান হত্যার বা হামলার পরিকল্পনা করতে পারে। সন্ত্রাসী নেতা কাসেম সোলাইমানিকে হত্যার শোধ নিতে ইরান এ রকম ষড়যন্ত্র করছে।

নাম প্রকাশ না করা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। দেশটি তাদের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে, এমন তথ্য জানার পর এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এ বছরের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলাইমানি নিহত হন। ইরানে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরে শেষ হবে। এ মেয়াদ বাড়াতে চাপ প্রয়োগ করছে ওয়াশিংটন। ইরানে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রয়োগেও চাপ দিচ্ছে ওয়াশিংটন।

এদিকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লানা মার্কসকে হুমকি দেওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। লানা মার্কস ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।

ফক্স নিউজকে পম্পেও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরান হত্যা চালানোর ষড়যন্ত্র করছে। ইরান ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে মানুষকে হত্যা করেছে। আমরা এ অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

তিনি বলেন, আমরা ইরানকে সাফ জানিয়ে দিতে চাই, যেকোনো জায়গায় যেকোনো সময় মার্কিন কূটনৈতিক, রাষ্ট্রদূত অথবা যেকোনো কর্মকর্তার ওপর হামলা একেবারেই মেনে নেওয়া হবে না।

তবে গতকাল এসব অভিযোগ অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হত্যার পরিকল্পনার অভিযোগ ভিত্তিহীন। এটি আন্তর্জাতিক মহলে ইরানবিরোধী আবহ তৈরির পুরোনো ও বাজে কৌশল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত