‘যুক্তরাষ্ট্রের ভেন্টিলেটর লাগবে না, আমরাই রফতানি করতে পারব’

প্রকাশ : ২১ এপ্রিল ২০২০, ১৮:১২

সাহস ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভেন্টিলেটর আমাদের লাগবে না। বরং আমরা যে ভেন্টিলেটর তৈরি করছি তা অচিরেই রফতানি করতে পারব।’

গত ১৮ এপ্রিল (শনিবার) রাতে ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানি জনগণের বিরুদ্ধে তার সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি চেপে গিয়ে দাবি করেন, ওয়াশিংটন করোনাভাইরাস মোকাবিলায় তেহরানকে সহযোগিতা করতে চায়।

এছাড়া যুক্তরাষ্ট্র যখন নিজেই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে এবং চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে রয়েছে তখন ট্রাম্প আরও দাবি করেন, তেহরান চাইলে তিনি ইরানে কয়েক হাজার ভেন্টিলেটর পাঠাবেন।

কিন্তু করোনা সংকট মোকাবেলায় তেহরানকে মার্কিন প্রেসিডেন্টের ভেন্টিলেটর দেয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

গত ১৯ এপ্রিল (রবিবার) ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেইজে লিখেছেন, ‘কোনো মার্কিন রাজনীতিবিদের সঙ্গে গোপনে কথা বলে না ইরান। তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আপনাকে আর কিছু করতে হবে না। আপনি শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।’

ট্রাম্পের ভেন্টিলেটর পাঠানোর প্রস্তাবের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার দেশে বর্তমানে এত বেশি ভেন্টিলেটর তৈরি হচ্ছে যে, অচিরেই ভেন্টিলেটর রফতানি করা শুরু করবে তেহরান।’

উল্লেখ্য মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সরোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে। আর ইরানেও অনেক বেশি আক্রান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত