করোনাভাইরাস: ভিডিও সম্মেলনের ব্যাপারে ম্যাক্রোঁ-পুতিনের আলোচনা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ২০:০২

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী লড়াই অব্যাহত থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভিডিও সম্মেলন আয়োজনের বিষয় নিয়ে ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেছেন।

১৭ এপ্রিল (শুক্রবার) ক্রেমলিন একথা জানান।

মহামারি করোনাভাইরাসে দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারানোয় ভ্লাদিমির পুতিন ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের বারবার আলোচনার পরামর্শ দিয়েছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে পুতিন ও ইমানুয়েল ম্যাক্রোঁ এ ধরণের ভিডিও কনফারেন্সের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য দেশের নেতাদের মধ্যে একটি কার্যকরী বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে ফ্রান্সের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে রাশিয়ার সহায়তার জন্য ম্যাক্রোঁ ধন্যবাদ জানান।

এদিকে দুই নেতা টেলিফোনে কথা বলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্মেলনের প্রস্ততি বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাথে আন্তরিকভাবে আলোচনা করতে সম্মত হয়েছেন।

গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া রোধের প্রচেষ্টায় সহযোগিতা করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

সূত্র: এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত