করোনা ঠেকাতে দিল্লিতে গোমূত্র পার্টির আয়োজন!

প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৬:০২

সাহস ডেস্ক

করোনাভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগকে মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজন করা হয়েছে এক গোমূত্র পার্টির। ডয়েচেভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) কেন্দ্রীয় কার্যালয়ে এই পার্টির আয়োজন করে অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি সংগঠন। সেখানে ২০০ মানুষ অংশ নেয়।

আয়োজনকারীদের বিশ্বাস, গোমূত্রে কিছু ঔষধি গুণ আছে। তবে বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলে আসছেন, ক্যানসার বা এজাতীয় রোগ নিরাময়ে গোমূত্র কোনো কাজে আসে না। আর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এটি কাজ করবে এর কোনো প্রমাণ নেই।

ওম প্রকাশ নামে এক ব্যক্তি বলেন, করোনাভাইরাস ঠেকাতে আমার মনেহয় না বিদেশি কোনও ঔষধের প্রয়োজন রয়েছে। আমরা বিগত ২১ বছর ধরে গোমূত্র পান করি, এমনকি গোবর দিয়ে গোসলও করি।

এর আগে করোনাভাইরাসকে 'অবতার' আখ্যা দিয়েছিলেন চক্রপাণি মহারাজ। আমিষাশীদের শাস্তি দিতে ও ক্ষুদ্র প্রাণিদের রক্ষার্থেই এই ভাইরাসের পৃথিবীতে আগমন বলেও মন্তব্য করেছিলেন হিন্দু মহাসভার সভাপতি চক্রপাণি মহারাজ।

দিল্লিতে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চা পার্টির মতো 'গোমূত্র পার্টি' আয়োজনের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল হিন্দু মহাসভা। সেই পার্টিই অনুষ্ঠিত হল আজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত