করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত জাপানে

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯

সাহস ডেস্ক

করোনা ভাইরাস চীনের বাইরে এরইমধ্যে বিশ্বের ২৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। তবে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংয়ে এ সংখ্যা বৃদ্ধির হার বেশি।

সবশেষ তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি ৯০ জন আক্রান্ত হয়েছেন জাপানে। এর মধ্যে ৬৪ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে কোয়ারাইন্টানে রয়েছেন। 

সিঙ্গাপুরে ৪০ জন আক্রান্ত নিয়ে তালিকায় রয়েছে। থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। 

দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন, তাইওয়ানে ১৭ জন মালয়েশিয়ায় ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানি-ভিয়েতনামে ১৩ জন করে ২৬ জন। 

শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে চীনে ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত