তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৩১

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১২:০৪

সাহস ডেস্ক

তুরস্কের ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও নয় শতাধিক লোক এবং নিখোঁজ রয়েছেন ৩০ জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের সিভরাইস শহরের কাছেই ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। কর্মীরা এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে।

ভূমিকম্প সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান জানান, এলাজিগ ও আশেপাশের অঞ্চলগুলোতে ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বনিম্ন রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি।

তুরস্কের সরকারি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে এলাজিগ প্রদেশে ৮ জন নিহত হয়েছে এবং পার্শ্ববর্তী মালাটিয়া প্রদেশে নিহত হয়েছে ৬ জন। মূল ভূমিকম্পের পর ৬০টি ছোট ছোট কম্পন (আফটার-শক) অনুভূত হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানিয়েছেন, ধ্বসে পড়া ভবনগুলো থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত