কানাডায় প্রবল তুষারঝড়

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ১৬:২৭

অনলাইন ডেস্ক

প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত কানাডার স্বাভাবিক জীবনযাত্রা। দেশটির নিউফাউন্ডল্যান্ডে কয়েক ফুট উঁচু তুষার জমে যাওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

১৯৯৯ সালের পর দেশটিতে এমন তুষারপাত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে, কনকনে ঠাণ্ডায় জবুথবু যুক্তরাষ্ট্রের মিনেসোটা, নর্থ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলের জনজীবন। এছাড়া তুষারঝড়ের কবলে পড়ে স্পেনে ১ জনের মৃত্যু হয়েছে।

প্রবল তুষারপাতে ঢেকে গেছে পথ-ঘাট ও ঘর-বাড়ি। ঝড়ো বাতাসে ঘর থেকে বেরুতে পারছেন না বাসিন্দারা।

এসটি জন'স আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৭ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিউফাউন্ডল্যান্ডে ১৯৯৯ সালের পর সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে।

আগামী কয়েকদিনে কানাডার ম্যানিটোবাসহ কয়েকটি প্রদেশের তাপমাত্রা হিমাঙ্কের ১৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পূর্বাভাস রয়েছে। ভারী তুষারপাতে বাড়বে ভোগান্তি। দেশটির প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়ায় সতর্কতা মূলক নির্দেশনা মেনে না চললে, প্রাণহানির আশঙ্কা রয়েছে।