মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট জিনপিং

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৩:১৭

সাহস ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের সফরে শুক্রবার মিয়ানমারের রাজধানীতে পৌঁছেছেন। এটি শি জিনপিংয়ের প্রথম ও ১৯ বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের মিয়ানমার সফর।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জিনপিং তার সফরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিনত ও সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করবেন। তাদের এই বৈঠকে চামসু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও রাখাইন রাজ্যে ১৩০ কোটি ডলার ব্যয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি হওয়ার কথা রয়েছে।

এছাড়া প্রায় হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বৈঠকগুলো আজ শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানী নেইপিদোতে অনুষ্ঠিত হতে পারে।

এদিকে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর (সিএমইসি) এর অধীনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

মিয়ানমার ও চীনের মধ্যে ৭০ বছরের দীর্ঘ বৈদেশিক সম্পর্ক রয়েছে। তাই জিনপিং এর এই সফর দেশ দুটির জন্য বেশ গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত