‘ইরানকে সম্পূর্ণ দায় নিতে হবে’

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৪:৫১

সাহস ডেস্ক

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা সম্পূর্ণ দায় ইরানকে অবশ্যই নিতে হবে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, ভয়ঙ্কর শোচনীয় এ ঘটনা কীভাবে ঘটলো তার সুস্পষ্ট তদন্ত করতে হবে।

তিনি বলেন, এ ঘটনার জবাবদিহিতা, সুস্পষ্ট ব্যাখ্যা ও নিহত ব্যক্তিদের পরিবারকে ন্যায়বিচার না দেওয়া পর্যন্ত শান্ত হবে না কানাডা। ইরানকে অবশ্যই সম্পূর্ণ দায় নিতে হবে।

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তদন্তের ব্যাপারে কথা হয়েছে জানিয়ে ট্রুডো বলেন, তদন্তে কানাডাকে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত