পরমাণু চুক্তি না মানার ঘোষণা তেহরানের

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২০, ১২:০০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০, ১৪:৪৫

অনলাইন ডেস্ক

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে পুরোপুরি সরে আসার ঘোষণা দিলো ইরান।

রবিবার (৬ ডিসেম্বর) দেশটির রাজধানী তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

পরমাণু অস্ত্র তৈরির অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধ করার পাশাপাশি এর মজুত এবং গবেষণা ও উন্নয়নে আর কোনও বাধ্যবাধকতা মেনে না চলার ঘোষণা দেয় ইরানের কর্তৃপক্ষ।

২০১৫ সালের পরমাণু চুক্তির মাধ্যমে তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা আর মানা হবে না।

তবে এই বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেছে তারা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের সঙ্গে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতিতে চুক্তি করেছিল ইরান। পরে চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গেল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ তার কয়েকজন সহযোগীকে হত্যা করে যুক্তরাষ্ট্র।