কানাডায় শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮

সাহস ডেস্ক

কানাডার পোর্ট হার্ডি শহরের কাছে একটি শক্তিশালী মাপের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। 

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৫৬ মিনিটে পোর্ট হার্ডি শহর থেকে প্রায় ১৬৩ কিলোমিটার পশ্চিমে কম্পনটি অনুভূত হয়। যার উৎপত্তি স্থল ছিল, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূ-তাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পের কারণে সুনামির আঘাত হানার আশঙ্কা নেই। ভূমিকম্পটি অক্ষাংশের ৫০.৫২৪৯ ডিগ্রী উত্তর এবং দ্রাঘিমাংশের ১২৯.৭১১৯ ডিগ্রী পশ্চিমে আঘাত হানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত