অস্ট্রেলিয়ায় ৫০.৭ ডিগ্রি উষ্ণতম দিনের রেকর্ড

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৬

অনলাইন ডেস্ক

কিছুদিন ধরেই ভয়াবহ খরা ও দাবানলসংকটে রয়েছে অস্ট্রেলিয়া। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় চরম গরম পরিস্থিতি থাকবে।

তবে গতকাল ১৮ ডিসেম্বর (বুধবার) অস্ট্রেলিয়ায় উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। এদিন দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া দফতর সূত্রে এ খবর দিয়েছে বিবিসি।

এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তবে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড রয়েছে। ১৯৬০ সালের ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার জনবিরল ওডনাডাট্টা শহরে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়।