টেক্সাসে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১৬:৪১

সাহস ডেস্ক

টেক্সাসের পোর্ট নেচেসে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর কারখানা সংশ্লিষ্ট এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারখানাটিতে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়; এরপর ছোটখাট বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। রাসায়নিক এ কারখানার আহত তিন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ার আগে বেশ কয়েকদফা আলোর ঝলকানি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

কি কারণে এ বিস্ফোরণ সে সম্বন্ধে কিছু জানা না গেলেও, কম্পন কারখানাটির ৪৮ কিলোমিটার দূরেও অনুভূত হয় বলে বিবিসি জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে রাসায়নিক কারখানাটিকে কেন্দ্র করে ৬ দশমিক ৪ কিলোমিটার বৃত্তের মধ্যে থাকা সব স্থাপনা ও শহর থেকে লোকজনকে সরানোর কাজ শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত