ফের কঙ্গোতে বিদ্রোহী হামলা, নিহত ১৯

প্রকাশ | ২৮ নভেম্বর ২০১৯, ১৫:১৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯, ১৫:১৯

অনলাইন ডেস্ক

কঙ্গোর উত্তরাঞ্চলীয় একটি এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের ফের হামলায় কমপক্ষ ১৯ নিহত হয়েছেন। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু বেসামরিক নাগরিক।

বুধবার (২৬ নভেম্বর) ওইচা নামক একটি গ্রামে ওই হামলায় দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)।

দেশটির নিরাপত্তা বাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বিদ্রোহীদের এই হামরা ঠেকাতে না পারায় সেখানকার জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অঞ্চলটির প্রশাসক ডোনাট কিবওয়ানা বলেছেন, আমাদের কর্মীরা এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ১৯টি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। নতুন করে হামলার আশঙ্কায় আক্রান্ত পরিবারগুলোর সদস্যরা নিজেদের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

এলাকাটিতে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান এই প্রশাসক।