শিগগিরই খুলে দেয়া হবে তুরস্ক-সিরিয়ার সীমান্ত ফটক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১৭:৩৯

সাহস ডেস্ক

তুরস্কের দক্ষিণ-পূর্ব সানলিউরফা প্রদেশের গভর্নর আবদুল্লাহ এরিন বলেছেন, ‘মানবিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য সীমান্ত ফটক খুব শিগগিরই খুলে দেয়া হবে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) তুরস্ক-সিরিয়া প্রতিবেশী দেশ দুইটির সীমান্ত ফটক শিগগিরই খুলে দেয়া নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে এ কথা বলেন গভর্নর আবদুল্লাহ এরিন।

তিনি বলেন, ‘একমাত্র এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরেই শহরের আক্কাকলে ও সিলানপিনা শুল্ক ফটক খুলে দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা দ্রুত গতিতে কাজ করছি। তুর্কি অংশের নির্মাণ কাজ শেষ। সিরিয়া অংশের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তাদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।’

এদিকে সিরিয়ার সন্ত্রাসী মুক্ত ‘নিরাপদ অঞ্চলে’ তুরস্কে থাকা শরণার্থীরা ফিরে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই।

দক্ষিণ-পূর্ব গাজিয়ানটেপ প্রদেশে একটি আন্তর্জাতিক সংগঠনকে ফুয়াত ওকতাই বলেন, ‘তুরস্ক থেকে ৩ লাখ ৭০ হাজার শরণার্থী স্বেচ্ছায় নিজ দেশে সন্ত্রাসমুক্ত অঞ্চলে ফেরত গেছে।’

তিনি আরো বলেন, ‘৩ লাখ ৭০ হাজার মানুষ সন্ত্রাসমুক্ত এলাকায় আমাদের দেশ ছেড়ে চলে গেছে। আমরা সব ধরনের সেবা অব্যাহত রেখেছি, বিশেষ করে ওই এলাকার নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয়কেন্দ্র, সড়ক, পানি এবং বিদুত্যের। যাতে সিরিয়ান অন্য ব্যবহারকারীদের সঙ্গে তারা বৈষম্যের শিকার না হন।’

খবর- তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত