ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্প

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১২:৫১

সাহস ডেস্ক

এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া পূর্বাঞ্চলীয় পাপুয়া উপদ্বীপে শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

যদিও এতে এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা এবং বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইএমএসজি) জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে।

বিশ্লেষকদের মতে, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত