রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন

এবার সু কি’র বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৯, ১৩:০৮

অনলাইন ডেস্ক

সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের কারণে এবার শান্তিতে নোবেলজয়ী অং সান সু কি’র বিরুদ্ধে মামলা হয়েছে আর্জেন্টিনায়। রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কিছু মানবাধিকার সংগঠন এই মামলা দায়ের করেছে।

বুধবার (১৩ নভেম্বর) এই মামলা দায়ের করে রোহিঙ্গা ও লাতিন আমেরিকান কিছু মানবাধিকার সংগঠন।

মামলায় সু কি’র পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ ক’জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর জন্য এই প্রথম আইনি কোনো পদক্ষেপের মুখোমুখি হলেন অং সান সু কি। 

মামলার আসামি হিসেবে সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংও রয়েছেন। এর আগে সিনিয়র জেনারেল হ্লাইংসহ তার ক’জন কর্মকর্তা একই অভিযোগে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী বলেন, মামলার অপরাধী সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং গণহত্যার সব তথ্য প্রকাশের দাবি করা হয়েছে। আমরা আর্জেন্টিনায় এই মামলা করলাম, কারণ এভাবে মামলা দায়েরের সুযোগ আর কোথাও পাবো না।