রাশিয়ার সঙ্গে পাকিস্তানে চুক্তি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:১৭

সাহস ডেস্ক

রাশিয়ার সঙ্গে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। দীর্ঘ ৩৯ বছরের পুরনো একটি বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি করে মস্কোর সঙ্গে এই চুক্তি করতে যাচ্ছে তারা।

রাশিয়ার সঙ্গে চুক্তি করতে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে কর্তৃত্ব দিয়েছে ইসলামাবাদ সরকার। এই চুক্তির অধীনে পাকিস্তানের সরকার ৯০ দিনের মধ্যে রাশিয়ায় ৯ কোটি ৩৫ লাখ ডলার ফিরিয়ে আনবে এবং রাশিয়ার রপ্তানিকারকদের বকেয়া পরিশোধ করবে।

মস্কো এরই মধ্যে ইসলামাবাদকে বার্তা দিয়েছে যে, তারা পাকিস্তানের জ্বালানি এবং স্টিল মিলসে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে।

এই চুক্তির ফলে রাশিয়া পাকিস্তানের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে সক্ষম হবে।

তবে রাশিয়ার আইন অনুযায়ী, যেসব দেশের সাথে বাণিজ্য-বিরোধ রয়েছে সেসব দেশে রাশিয়া বিনিয়োগ করতে পারে না। এজন্য আগে বাণিজ্য-বিরোধ নিষ্পত্তি করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত