বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৭

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১৬:০১

সাহস ডেস্ক

বুরকিনা ফাসোতে সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬০ জন।

বুধবার (৬ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে জানায়, বোঙ্গো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলীয় বোঙ্গো খনিতে যাওয়ার পথে পাঁচটি বাসের ওপর হামলা চালানো হয়েছে। আর এ সময় শ্রমিকদের নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের ওপর ও হামলা চালানো হয়।

হতাহতরা সবাই কানাডিয়ান খনি কোম্পানি সেমাফোর স্থানীয় কর্মী। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত নিহতের মধ্যে কোনো সামরিক বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানায় দেশটির সেনাবাহিনী

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত