বুরকিনা ফাসোর মসজিদে হামলা, নিহত ১৫

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ১৮:২৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৭

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছে। দে হামলা চালিয়েছে অজ্ঞাত কিছু বন্দুকধারী।

স্থনীয়রা জানান, ওদালান প্রদেশের সালমোসি গ্রামের গ্রান্ড মসজিদে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ করে। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মসজিদের ভিতরে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে। 

ওই গ্রামটির মসজিদে এই হামলার পর স্থানীয় অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে যান। এদিকে কেউই এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি।

২০১৫ সালে পার্শ্ববর্তী দেশ মালি থেকে বিতারিত হবার পর থেকে বুরকিনা ফাসোতে খুব সক্রিয় হয়ে উঠেছে জিহাদীরা। তারা ইতোমধ্যে দেশটির হাজার হাজার স্কুল বন্ধ করে দিয়েছে।