নোবেল পুরস্কার পাওয়া উচিত আমার: ট্রাম্প

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। সোমবার (২৩ সেপ্টম্বর) নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আয়োজকরা এটি নিরপেক্ষভাবে দেয়। এটা ঠিক না। কাজটা পক্ষপাতহীন হলে অনেক কিছুতেই আমি নোবেল পেতাম। খবর ওয়াশিংটন পোস্টের।

কাশ্মির সংকট নিরসনে সহায়তা করতে পারলে এর জন্য নোবেল পুরস্কার পেতে পারেন। সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের মধ্য থেকে এমন আলাপ উঠার পর উপরোক্ত মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প জানান, ২০০৯ সালে ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের মধ্যে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছিল।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নোবেলের আয়োজকরা ওবামাকে প্রেসিডেন্ট পদে আরোহণের সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে ওবামার কোনও ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত