ফিলিপাইনে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৫

ফিলিপাইনের রাজধাণী ম্যানিলার কাছে একটি এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।

১ সেপ্টেম্বর (রবিবার) ম্যানিলা থেকে ৩৭ মাইল দূরে লাগুনা প্রদেশের ক্যালাম্বা সিটিতে অবস্থিত এক রিসোর্টের সুইমিং পুলে এয়ার অ্যাম্বুল্যান্সটি ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

এ দুর্ঘটনায় বিমানের বাইরে ঘটনাস্থলে থাকা ২ জন আহত হয়েছেন বলে জানা যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইমার্জেন্সি অফিসার জেফরি রদ্রিগেজ ধারণা করে বলেন, বিধ্বস্তের ঘটনায় এয়ার অ্যাম্বুল্যান্সের কোনো আরোহীই বেঁচে নেই।

এদিকে ফিলিপাইনের বিমান কর্তৃপক্ষ জানান, ওই বিমানটি যখন ম্যানিলার ২৫ নটিক্যাল মাইল দূরে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এতে ছয়জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে স্থানীয় তদন্তকারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত