বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা; ১০ সৈনিক নিহত

প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১১:৪৬

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় কমপক্ষে ১০ জন সৈন্য নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

ঘটনায় আরোও অনেক সৈন্য আহত হয়েছেন বলে বুরকিনা ফাসোর সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সোমবার (১৯ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ইউনিটে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

বুরকিনা ফাসো সেনাবাহিনীর তরফ দিয়ে জানানো হয়, “সোমবার সোউম প্রদেশের কৌতৌগৌতে হামলাটি হয়। বর্বর ওই হামলার জবাবে হামলাকারীদের প্রতিরোধ করতে স্থল ও আকাশপথে বিস্তৃত একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।” তবে তল্লাশি অভিযানের বিস্তারিত জানানো হয়নি বিবৃতিতে।

জানা যায়, বিগত বছরগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের মদদপুষ্ট বিভিন্ন জঙ্গিসংগঠন বুরকিনা ফাসোতে প্রভাব বিস্তার করতে চেষ্টা করে আসছে। কিন্তু দেশটির সেনাবাহিনী জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত