সকল যোগাযোগ বিচ্ছিন্ন জম্মু-কাশ্মীরে

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৯, ১৪:৫৩

অনলাইন ডেস্ক

জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং ল্যান্ডফোনের সংযোগসহ যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

রবিবার (৪ আগস্ট) স্থানীয় পুলিশ ১৪৪ ধারা অনুযায়ী কার্ফিউ জারি, ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। এরপরই যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের দুই সাবেক মুখ্যমন্ত্রীসহ একাধিক শীর্ষনেতা গৃহবন্দি রয়েছেন।

সূত্র: দ্য নেক্সট ওয়েব