অর্থ কেলেঙ্কারির ঘটনায় প্রসেনজিৎ; ইডি'র তলব

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ০৯:২১

বহুল আলোচিত সারদা-রোজভ্যালি অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকা সন্দেহে নাম এসেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

বিষয়টি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সম্যান্ট ডিরেক্টরেট বা ইডি ইতোমধ্যেই চিঠি পাঠিয়ে অভিনেতা প্রসেনজিৎকে জেরার মুখে বসতে হবে বলে জানিয়েছে। 

চিঠি আসার বিষয়টি স্বীকার করেছেন অভিনেতা প্রসেনজিৎও। বুধবার রাতে তিনি এই তথ্য স্বীকার করেন। তখন প্রসেনজিৎ একটি অনুষ্ঠানে যোগদিতে বীরভূমে অবস্থান করেছিলেন।

তবে তিনি জানিয়েছেন, চিঠিটি তাকে নয়, বরং তার সংস্থাকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত তিনি। তদন্তকারী সংস্থার সঙ্গে সবধরনের সহযোগিতা করার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, ১৯ জুলাই কলকাতার সল্টলেকে ইডি'র কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

জানা যায়, রোজভ্যালি সংস্থাটির নামে প্রায় আড়াই হাজার কোটি রুপীর আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। আর গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুর ব্যক্তিগত সুসম্পর্ক থাকায় প্রসেনজিৎও রয়েছেন ইডি'র সন্দেহের নজরে। এর আগে একই ঘটনায় আরেক অভিনেত্রী শতাব্দী রায়ও ইডি'র জিজ্ঞাসাবাদের চেয়ারে বসেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত