x

এইমাত্র

  •  ওমানে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
  •  রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণে ব্যর্থ হতে পারে রাজস্ব বোর্ড
  •  ঢাকায় এসে পৌঁছেছে মেট্রোরেল কোচের প্রথম চালান
  •  মহারাষ্ট্রের হাসপাতালে অক্সিজেন সরবরাহে ত্রুটি, ২২ রোগীর মৃত্যু

ইয়েমেনে আইএস নেতাকে আটকের দাবি: সৌদি

প্রকাশ : ২৬ জুন ২০১৯, ১৭:৫৬

সাহস ডেস্ক

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর ইয়েমেন শাখার নেতাকে আটক করা হয়েছে বলে দাবি সৌদি আরবের স্পেশাল ফোর্সেসের।

২৫ জুন (মঙ্গলবার) ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, গত ৩ জুন সৌদি এবং ইয়েমেনি বাহিনী একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই নেতাদের আটক করে। আইএসের নেতা আবু ওসামা আল মুহাজের, দলটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেখানে ১০ মিনিটের ওই অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও টেলিযোগাযোগের বেশ কিছু ডিভাইস জব্দ করা হয়েছে। ওই বাড়িতে তিন নারীসহ তিন শিশু ছিল। কিন্তু অভিযানে কোন বেসামরিকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে সহযোগিতা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত