ভারতের রিস্যাট-২বি স্যাটেলাইট উৎক্ষেপণ

প্রকাশ : ২৩ মে ২০১৯, ১৭:৩১

সাহস ডেস্ক

মহাকাশে নজরদারি বাড়াতে আরো একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।

২২ মে (বুধবার) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-২বি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

অত্যাধুনিক স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন অবস্থাসহ যেকোনও আবহাওয়ায় কাজ করবে জানিয়েছে ভারত।

রিস্যাট-২বি হলো ইসরোর ৪৮ তম মিশন। এটি মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে৷ সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এই স্যাটেলাইট৷

নতুন এই উপগ্রহের ওজন ৬১৫ কিলোগ্রাম৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে আগে মহাকাশ গবেষণায় নতুন এ সাফল্য দেখালো ভারত। ২০০৯ সালে মহাকাশে পিএসএলভি সি-৪৬ এর স্যাটেলাইট রিস্যাট-২ পাঠিয়েছিল ভারত৷ এবার পাঠানো হলো তারই উন্নততর সংস্করণ রিস্যাট-২বি৷

রিস্যাট-২বি’র সিনথেটিক অ্যাপারচার ২৪ ঘণ্টাই মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে সক্ষম৷ পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে বলে আশা করছেন ইসরো কর্মকর্তারা৷ সীমান্তের নজরদারিতেও বিশেষভাবে কাজে আসবে রিস্যাট-২বি৷

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত