ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১৯:১২

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আরব আমিরাতের উপকূলে জ্বালানি তেলের দুটি ট্যাংকার বিধ্বস্তের পর দিনের ব্যবধানে তেলের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ।

প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭১ দশমিক সাত পাঁচ ডলার। এই দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

এর আগে দাম বাড়ানোর লক্ষ্যে, গত রবিবার জ্বালানি তেলের উৎপাদন ও রপ্তানি কমানোর ঘোষণা দেয় সৌদি আরব।

সাহস২৪.কম/ইতু