চীন-মার্কিন শুল্ক যুদ্ধ নিয়ে সতর্ক বার্তা

প্রকাশ : ০৯ মে ২০১৯, ১৫:৪২

সাহস ডেস্ক

নতুন করে মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ শুরু হলে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির উপর পড়বে বলে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের প্রতিষ্ঠানের কর্ণধার ক্রিস্টিন ল্যাগার্দের মতে, সাম্প্রতিক ‘জল্পনা এবং টুইট’ সেই চুক্তির উপরেও কালো ছায়া ফেলেছে।

গত বছর শুল্ক নিয়ে চীন-মার্কিন টানাপড়েন শুরু হয়। আর এই শুল্ক যুদ্ধ মেটাতে নভেম্বর থেকে ইতিমধ্যেই ১০ দফা কথা বলছে বেজিং ও ওয়াশিংটন। গত সপ্তাহে চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরেই সকলকে অবাক করে রোববার তিনি বলেন, (চীনের) যে সব পণ্যে এখন ১০ শতাংশ কর বসে, তা বেড়ে হচ্ছে ২৫ শতাংশ।

এছাড়া, আমেরিকায় আসা ৩২,৫০০ কোটি ডলারের চীনা পণ্যে কোনো শুল্ক বসে না। শীঘ্রই ২৫ শতাংশ হারে কর বসবে সেখানে।

বেজিং বলেছে, শুল্ক নিয়ে কথা বলতে ৯ ও ১০ মে ওয়াশিংটনে যাবে চীনের প্রতিনিধি দল। 

তবে এই বৈঠকের খবরেও আশঙ্কা যাচ্ছে না। কারণ, ফের বাণিজ্য যুদ্ধ শুরু হলে, তার ফল বিশ্ব অর্থনীতির পক্ষে ভাল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত