আইপিএল ফাইনাল

শিরপা জয়ের লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

প্রকাশ | ২৬ মে ২০২৪, ২০:৩০

Desk Report

২২ মার্চ শুরু, দুই মাসের বেশি সময় পর অন্তিমলগ্নে সপ্তদশ আইপিএল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ শিরোপা নির্ধারক ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রোববার চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের লক্ষ্য হায়দরাবাদের দুই বিধ্বংসী ওপেনারের ব্যাটিং কাজে লাগানোর।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে হায়দরাবাদ। রাজস্থানের বিপক্ষে ইমপ্যাক্ট সাবে খেলতে নেমে ম্যাচসেরা হওয়া শাহবাজ আহমেদকে মূল একাদশে রাখেননি কামিন্স। অন্যদিকে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দরাবাদকে হারানো একাদশ নিয়ে তৃতীয় শিরোপা জিততে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।

টসের পর অবশ্য দুই অধিনায়কের দুই রকম ভাষ্য ছিল। রাতে শিশিরের প্রভাব কম থাকবে উল্লেখ করে প্যাট কামিন্স জানিয়েছেন, এমন পিচে রান দেখতে চান তিনি। তার টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই ছিল তার। অন্যদিকে কলকাতা অধিনায়কের বক্তব্য, এলিমিনেটরের তুলনায় ভিন্ন পিচ এটি। টস জিতলে তিনি বোলিং করার পক্ষেই ছিলেন।

দুই দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো প্রকার পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহবাজ খানের পরিবর্তে মূল একাদশে আছেন আব্দুস সামাদ।রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশিত রানা, বরুণ চক্রবর্তী ।

হায়দরাবাদের একাদশে আছেন - ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, নটরাজন