ইনজুরিতে সাকিব, অনিশ্চিত আফগানিস্তান ম্যাচ!
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২১

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। তবে তার আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ইনজুরিতে পড়ে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান, আছে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী মিরাজ।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যাথা পেয়েছেন সাকিব। বেশ খানিকটা ফুলে গেছে তাঁর পা। তবে সাকিবের চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
এদিকে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে সাকিব ছাড়াও নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। বাকি সবাই বিশ্রামে থাকলেও সাকিব না থাকার কারণ ইনজুরি।
মতামত দিন | পুরনো ফলাফল |