৬ মেডেন ওভারে নারিনের ৭ উইকেট শিকার

প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ১৩:০৮

স্পোর্টস ডেস্ক

সুনীল নারিনের ভারতের উদ্দেশ্যে ফ্লাইট ধরার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স সতীর্থদের সাথে। কিন্তু জানতে পারলেন, বিমান ছাড়তে সময় লাগবে। তাই বল হাতে মাঠে নেমে যান। কে জানতো, বল হাতে মাঠে নামতেই নারিন গড়বেনে এমন অবিশ্বাস্য কীর্তি! সে যে কোনো ধরনের ক্রিকেটই হোক না কেনো, শূন্য রানে একজন বোলার ৭ উইকেট শিকার করবেন, ভাবা যায়? ওয়েস্ট ইন্ডিজের বিস্ময়কর স্পিনার সুনীল নারিন সেই অবিশ্বাস্য কাজটিই করেছেন ঘরোয়া লিগে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর (টিঅ্যান্ডটি) পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারিন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে, প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।

ম্যাচে নারিন ৬.৪ ওভার বল করে ৬টিই নিয়েছেন মেডেন। শূন্য রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট। ম্যাচে নারিনের বোলিং ফিগার দাঁড়ায়: ৬.৪-৬-০-৭! ডানহাতি এই অফ স্পিনার ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড হয়ে। শুধু এই ম্যাচেই নয়, গত তিনটি ম্যাচে এই ক্যারিবিয়ান ৩১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে টানা চারটি ইনিংসে পাঁচ উইকেট।

কিছুদিন পরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে শহরে চলে আসবেন নারিন। নিশ্চিতভাবে এবার নারিন কলকাতার অন্যতম ভরসা হতে যাচ্ছেন।

সাহস২৪.কম/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?