বিশ্বকাপে কারা খেলছেন, দেখে নিন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ১৯:০৪

সাহস ডেস্ক

আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামীকাল রবিবার (১৬ অক্টোবর) রাত পোহালেই বাছাইপর্বে শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বিশ্বকাপের যাত্রা। নির্ধরিত সময়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকায় বাছাইপর্ব খেলতে হচ্ছেনা বাংলাদেশকে। সরাসরি মূলপর্ব খেলবে সাকিব আল হাসানের দল। গেল সেপ্টেম্বর মাসেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। মূল পর্বে খেলা দলগুলোর ক্ষেত্রে নিয়ম ছিল, ১৫ অক্টোবর পর্যন্ত দলবদল করার সুযোগ থাকবে। সেই সুযোগ কাজে লাগিয়েই একদিন আগে শুক্রবার (১৪ অক্টোবর) ১৫ সদস্যের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে সরিয়ে সৌম্য সরকার ও শরীফুল ইসলামকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। চোটে পরা ভারতের জাসপ্রীত বুমরার জায়গায় মোহাম্মদ শামিকে দলে নিয়েছে বিসিসিআই। পাকিস্তান দলে লেগ স্পিনার উসমান কাদিরের জায়গায় বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামানকে যোগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা দলে ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে মার্কো জেনসেন বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন।

অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এক নজরে দেখা যাক বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দলের স্কোয়াড-

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। স্ট্যান্ডবাই: রিশাদ হোসেন ও মাহেদী হাসান

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদভ, দিপক হুডা, রিশাভ পান্ট, দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, রভিচন্দ্রন আশউইন, ইয়ুজবেন্দ্র চাহাল, আক্সার পাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, হার্শাল পাটেল ও আর্শদিপ সিং। স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই ও দিপক চাহার।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ফখর জামান। স্ট্যান্ডবাই: মোহাম্মদ হারিস ও শাহনেওয়াজ দাহানি।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
দাশুন শানাকা (অধিনায়ক), দানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকসানা, জেফরি ভান্ডারসে, চামিকা কারুনারাত্নে, দুশমান্থা চামিরা (ফিট থাকা সাপেক্ষে), লাহিরু কুমারা (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাদুশাঙ্কা ও প্রমোদ মাদুশান। স্ট্যান্ডবাই: আশিন বান্দ্রা, প্রবীণ জয়াউইক্রিমা, দীনেশ চান্ডিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, হ্যারি ব্রুকস, স্যাম কারেন, ক্রিস জরডান, লিয়াম লিভিংস্টোন, ডাওয়িড মালান, আদিল রাশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও অ্যালেক্স হেলস। স্ট্যান্ডবাই: লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন ও টাইমাল মিলস।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন এইগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, জশ হেইজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেইন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশ্যাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড:
মোহাম্মদ নাবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রাশিদ খান, সেলিম শাফি ও উসমান গানি। স্ট্যান্ডবাই: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড:
নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, আলজারি জোসেফ, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, এভন লুইস, আকিল হোসেন, ওবেড ম্যাকয়, ইয়ানিক কারিয়াহ, রেমন রেইফার, শেলডন কোটরেল, ব্রেন্ডন কিং ও ওডেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, রেজা হেনড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, মার্কো জনসন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস। স্ট্যান্ডবাই: বিজর্ন ফর্টুইন, মার্কো জানসেন ও আন্দিলে ফেলুকওয়ায়োকে।

জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদাজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস। স্ট্যান্ডবাই: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমনি, ভিক্টর নিয়াউচি।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড:
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক, শারিজ আহমেদ, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, বাস ডি লিড, পল ফন মেকেরেন, ফ্রেড ক্লাসেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবার্গ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, ম্যাক্স ওদাউদ ও বিক্রম সিং।

নামিবিয়া বিশ্বকাপ স্কোয়াড:
জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, ডিভান লা কক, স্টিফেন বার্ড, নিকোল লফটি এলটন, জান ফ্রাইলিঙ্ক, ডাওয়িড ওয়াইজ, রুবেন ট্রামপ্ললম্যান, জেন গ্রিন, বেনার্ড স্কোলজ, ট্যাঙ্গেনি, লুঙ্গামেনি, মাইকেল ভান লিঙ্গেন, বেন শিকোঙ্গো, কার্ল বির্কেনস্টোক, লোহান লরেন্স ও হিলাও ইয়া ফ্রান্স।

সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ স্কোয়াড:
সি পি রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দাউদ, কার্তিক মেইয়াপ্পন, আহমেদ রাজা, জহুর খান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলী, আলিশান শরাফু ও আইয়ান আফজাল খান।

আয়ারল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড:
অ্যান্ড্রু ব্যালবার্নি(অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহানি, ফিওনা হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার ও ক্রেগ ইয়াং।

স্কটল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড:
রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, জশ ডেভি, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলাউড, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল জোন্স।

এবার দেখে নিন প্রথম রাউন্ডের দুই গ্রুপে কারা থাকছেন-
প্রথম রাউন্ডে টুর্নামেন্টের শুরুটা হচ্ছে ৮ দলের লড়াই দিয়ে। প্রথম রাউন্ডের আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। প্রতিটি দল গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার সেরা দুটি দল জায়গা করে নেবে সুপার টুয়েলভে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ সুপার টুয়েলভে খেলবে ‘গ্রুপ-২’-এ। আর ‘গ্রুপ-১’-এ যোগ দেবে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ। প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত, মোট ৬ দিন। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভের খেলা।

প্রথম রাউন্ডের ১২ ম্যাচের সূচি দেখুন-
১৬ অক্টোবর সকাল ১০টায় শ্রীলঙ্কা বনাম নামিবিয়া। বেলা ২টায় আরব আমিরাত বনাম নেদারল্যান্ড। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গিলিং স্টেডিয়ামে।
১৭ অক্টোবর সকাল ১০টায় ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড। বেলা ২টায় জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোবার্ট স্টেডিয়ামে।
১৮ অক্টোবর সকাল ১০টায় নামিবিয়া বনাম নেদারল্যান্ড। বেলা ২টায় শ্রীলঙ্কা বনাম আরব আমিরাত। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গিলিং স্টেডিয়ামে।
১৯ অক্টোবর সকাল ১০টায় স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড। বেলা ২টায় ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোবার্ট স্টেডিয়ামে।
২০ অক্টোবর সকাল ১০টায় নেদারল্যান্ড বনাম শ্রীলঙ্কা। বেলা ২টায় নামিবিয়া বনাম আরব আমিরাত। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গিলিং স্টেডিয়ামে।
২১ অক্টোবর সকাল ১০টায় আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। বেলা ২টায় স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে হোবার্ট স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত