‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়’

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৯

সাহস ডেস্ক

লম্বা সময় ধরে টি-টোয়েন্টি দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সিরিজে কখনও ওপেনিং জুটি, কখনও বা ব্যাটিং অর্ডার আবার কখনও বা বোলারদের দেখার দুঃসাহস দেখিয়েছে বিসিবি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলে জানিয়েছেন বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। রবিবার (১১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে একথা বলেন হাবিবুল বাশার।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। তার আগে ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। তবে দল ঘোষণার আগে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন স্পষ্ট করে বলেছেন ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না সাকিবের দল। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারাই থাকবেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে।

হাবিবুল বাশার বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো উপায় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

টি-টোয়েন্টি থেকে তামিম ইকবাল সরে যাওয়ায় উদ্বোধনী জুটি নিয়ে ভোগান্তিতে পড়েছে বিসিবি। বিষয়টি এখনও সুরাহা করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্বকাপে দলের উদ্বোধনী জুটি গড়ার জন্য কয়েকজন ক্রিকেটারের নাম রয়েছে নির্বাচকদের তালিকায়। যারা আগেও জাতীয় দলের হয়ে ওপেনিং করেছেন। তবে সেসব সিদ্ধান্ত একটু ভেবে চিন্তেই নিতে চান নির্বাচকরা এমনটাই জানালেন হাবিবুল বাসার, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন। তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আমরা সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তেই নিতে চাই।’ তিনি আরও বলেন, ‘এই একটা পজিশনে আমরা কাউকে সেটেলড করতে পারছি না টি-টোয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাইও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত