নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

আমাদের দল ফেভারিট: জ্যোতি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৬

সাহস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বাকাপের বাছাইপর্ব খেলতে সংযুক্ত আরব আমিরাতে রওনা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যাওয়ার আগে নিজেদেরকেই ফেভারিট বলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আরব আমিরাতে রওনা দেয়ার আগে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে অধিনায়ক বলেছেন, ‘আমরাই ফেভাটির দল’।

ওয়ানডেতে মোটামুটি নিয়মিত হলেও টি-টোয়েন্টি সংস্করণে খুব একটা খেলা হয় না বাংলাদেশের মেয়েদের। সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি তারা খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে, তার আগে ছিল দুই বছরের বিরতি। স্বল্প পরিসরে তেমন একটা খেলা না হলেও বিশ্বকাপের বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশেই ফেভারিট বলা যায়। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। জ্যোতিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টিতে অনিয়মিত হলেও দলের সাম্প্রতিক শক্তি আর কন্ডিশন বিচারে আইরিশদের বিপক্ষে নিজেদেরই ফেভারিট মনে করছেন জ্যোতি, ‘এটা আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার, প্রথম উদ্দেশ্যে থাকবে কোয়ালিফাই করা। আয়ারল্যান্ড ভালো দল আমাদের বিপক্ষে। কিন্তু তাদের যদি পরিসংখ্যান দেখেন আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট।’

দলের ঐক্যবদ্ধতা ও একে-অপরকে জানাশোনা খুব ভালো। তাতে ধারাবাহিকতা যদি থাকে তাহলে নিজেরাই ফেভারিট হয়ে থাকবেন বললেন অধিনায়ক, ‘আমাদের এই দলটা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি একসঙ্গে। সেক্ষেত্রে আমরা একে-অপরকে জানি। আমি মনে করি আমাদের দলের যে পটেনশিয়াল আছে, আমরা যদি ধারাবাহিকতা রাখতে পারি, ব্যাটাররা যদি ভালো করতে পারে, টিম হিসেবে পারফর্ম করতে পারি, তাহলে আমরা ফেভারিট হয়ে থাকবো।’

স্পিন আক্রমণ ভালো থাকায় টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের বোলিং বেশ শক্তিশালী। কিন্তু ব্যাটিংয়ে প্রায়ই দেখা গেছে ঘাটতি। বিশেষ করে বড় শট খেলার দুর্বলতা দেখে গেছে আগে। এবার সেই জায়গাতেও উন্নতি দেখছেন জ্যোতি, ‘সম্প্রতি আমরা এনসিএল ও প্রিমিয়ার লিগ খেলেছি। সেখানে দেখবেন যারা ব্যাটার ছিল, স্কোয়াডে আছে বা স্কোয়াডের বাইরেও অনেক প্লেয়ার ছিল; যারা ব্যাটিংটা অনেক ভালো করেছে। গত এনসিএলে আমরা দেখেছি ৬-৭ এ যারা হার্ড হিটার, বড় শট যারা খেলে, এমন কিন্তু তিন চারজন ক্রিকেটার আমরা পেয়েছি। বিশেষ করে যদি নাম বলি সুবহানা আছে, ঋতু মনি আছে, জাহানারা আপুও শেষ দিকে খুব ভালো হিট করতে পারে, সেই সঙ্গে যদি মারুফাকে (আক্তার) একাদশে পাই। যে কমতিটা ছিল একসময়, দুয়েকটা খেলোয়াড় বড় শট খেলছিল, ওভার বাউন্ডারি হাঁকাচ্ছে, সেরকম অনেক অপশন আছে এখন আমাদের। আমার কাছে মনে হয় না স্ট্রাগল করতে হবে ওই জায়গায়।’

১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের উদ্যোগে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর ঢুকে যাবে আইসিসির প্রোটোকোলে। ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসর। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত