ব্যাটিং বিপর্যয়ে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের হার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৯:০৮

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (১৭ আগস্ট) সেন্ট লুসিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে মিঠুনের দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ২টি ম্যাচে ফল আসেনি বৃষ্টির কারণে।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে ৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। ক্যারিবিয়ান পেসারদের বাউন্স, গতিতে কাবু হয়ে ফিরেছেন সৌম্য সরকার, সাব্বির রহমানরা। দলের হয়ে দুই অঙ্কে যেতে পারেন মাত্র তিনজন ব্যাটার। কিপার-ব্যাটার জাকের আলি অনিক করেন সর্বোচ্চ ২৫ রান। ২০ বলে ৩ চারে ১৫ রান করেন সৌম্য। অধিনায়ক মিঠুন ২০ বলে করেন ১২। এশিয়া কাপ টি-টোয়েন্টির দলে ডাক পাওয়া সাব্বির রহমান ৬ বলে আউট হন ৩ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের পক্ষে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন জাস্টিন গ্রিভস। এ ছাড়া অ্যান্ডারসন ফিলিপ ও শারমন লুইস নেন দুটি করে উইকেট।

বাংলাদেশের দেয়া ৮০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭০ রানে ৬ উইকেট হারাতে হয়েছে স্বাগতিকদের। এরপর আর উইকেট হারাতে হয়নি। জাস্টিন গ্রিভসের অপরাজিত ১১ বলে ৬ রান ও ব্রায়ান চার্লসের অপরাজিত ১৯ বলে ৩ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে ৩৫ রান আসে ওয়েস্ট ইন্ডিজের। ১৮ বলে ১৭ রান করা জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলভার আউটের পর নিয়মিত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ক্যারিবীয়রা। পরে সে চাপ সামলে জিতে যায় তারা।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেইসার মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত