সিরিজের দ্বিতীয় ওয়ানডে

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৩:৩৫

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। রবিবার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা। এ নিয়ে সফরে টানা ৫ ম্যাচেই টসে হারল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ।

এ ম্যাচে দলে পাঁচটি পরির্তন এনেছে জিম্বাবুয়ে। ওয়ানডে অভিষেক হচ্ছে দুজনের-ব্র্যাডলি এভান্স ও টনি মুনিয়োঙ্গার। অন্যদিকে চোটের কারণে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও পাচ্ছে না তামিম ইকবাল। এ ছাড়া দলে নেই মোসাদ্দেক হোসেনও। এ তিন জনের জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ২০২১ সালের পর এই প্রথম এ সংস্করণে খেলছেন এখন পর্যন্ত ৩টি ওয়ানডে খেলা হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ:
রেজিস চাকাভা, টানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি এভান্স, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইয়াতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত