‘রাজা’ রবিবার খেলবে: রোনালদো

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১৮:৪৪

সাহস ডেস্ক

কয়েক দিন ধরেই জোড় আলোচনায় ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে তালিকার ৬ষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় আগামী চ্যাম্পিয়নস লিগ লেখতে পারবে না ইউনাইটেড। এরপর নোরালদো ক্লাব ছাড়ার তোড়জোড় চালায়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ। সেই অ্যাতলেতিকোতেই যেতে চেয়েছিলেন রোনালদো। তাকে পেতে গ্রিজম্যানসহ কয়েকজন খেলোয়াড়কেও ছেড়ে দিতে চেয়েছিল অ্যাতলেতিকো। কিন্তু রোনালদোকে চায় না অ্যাতলেতিকো ভক্ত-সমর্থকরা। অনলাইনে এসে রোনালদোর বিপক্ষে জোড় প্রতিবাদ জানিয়েছেন সমর্থকরা। এদিকে ইউনাইটেডও নিজেদের সিদ্ধান্তে অনড়। ক্লাবটিও ছাড়তে চায় না রোনালদোকে। তার ভবিষ্যাৎ নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনাও হয়েছে। আলোচনা যখন এগোচ্ছে, তখনই খবর এলো প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে অ্যাতলেতিকোর বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচের স্কোয়াডে রোনালদোকে রাখেননি দলটির নতুন কোচ এরিক টেন হাগ। এর একটু পরই আবার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ইউনাইটেডের হয়ে আর খেলবেন কি না, সে ধোঁয়াশা দূর করতেই হয়তো ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন পর্তুগাল তারকা। পোস্টে রোনালদো লিখেছেন, ‘রাজা রবিবার খেলবে!’

৩৭ বছর বয়সী রোনালদো ইউনাইটেডের প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এখনো একটি ম্যাচও খেলেননি। কেন খেলছেন না রোনালদো, এর ব্যাখ্যা দিতে গিয়ে পর্তুগিজ তারকার পারিবারিক কারণ দেখিয়ে এসেছে ইউনাইটেড। প্রস্তুতি ম্যাচে না হয় খেললেন না, কিন্তু ইউনাইটেড যখন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে অনুশীলন শুরু করেছে, তখনো তো রোনালদোকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি। কয়েক দিন আগে রোনালদোকে ইউনাইটেডেরে অনুশীলন মাঠে দেখা গেল তার এজেন্ট জর্জ মেন্দেসের সঙ্গে। সেখানে রোনালদো গিয়েছিলেন আসলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইউনাইটেডের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে। সেই আলোচনায় রোনালদো আর ইউনাইটেড, দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। রোনালদোকে বোঝাতে সেই আলোচনায় নিয়ে আসা হয়েছিল দলটির কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনকে। কিন্তু কাজ হয়নি এতেও। তবে শুক্রবার রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সর্বশেষ সংবাদ দিতে গিয়ে কোচ টেন হাগ বলেছেন, ‘হ্যাঁ, সে এ মৌসুমের পরও এখানে থাকতে পারে। সত্যি বলতে কি, আমি তো এখানে তিন বছরের জন্য চুক্তি করেছি। ফুটবলে এটা ছোট একটা সময়ই। আমাদের শুরু থেকেই জিততে হবে। তাই আমি খুব বেশি দূরের ভবিষ্যতে তাকাচ্ছি না।’ এক দিনের ব্যবধানে কী এমন হলো যে টেন হাগ বলে দিলেন-রোনালদো এ মৌসুমের পরও ইউনাইটেডে থাকতে পারেন। আর রোনালদোও ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন বলে ঘোষণা দিয়ে দিলেন! তবে ফুটবলের দলবদলে শেষ বলে কিছু নেই। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত