বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

মুক্তিযোদ্ধা সংসদকে পাত্তাই দিল না পুলিশ

প্রকাশ : ২৯ জুন ২০২২, ২১:৪২

সাহস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ১৭তম রাউন্ডের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২৯ জুন) শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে হারিয়েছে পুলিশ।

এদিন ম্যাচের তিন মিনিটেই লিড নেয় সফরকারী পুলিশ। আইভোরি কোস্টের ফুটবলার ক্রিশ্চিয়ান কৌয়াকোর গোলে এগিয়ে যায় দলটি। এর ১৫ মিনিট পরই মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান বুরুন্ডির ফুটবলার সৌদি আব্দুল্লাহ। এরপর ২৬তম মিনিটে আইভোরি কোস্টের ক্রিশ্চিয়ান কৌয়াকোর গোলে আবারও এগিয়ে যায় পুলিশ। পরে বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে বাবলুর গোলে ৩-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় পুলিশের দল। স্বাগতিক মুক্তিযোদ্ধা ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি। উল্টো ইনজুরি সময়ে আরেকটি গোল হজম হয়। ক্রিশ্চিয়ানের মতো বাবলুও জোড়া গোল করেন। এতে মুক্তিযোদ্ধাকে ৪-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ।

এই হারে মুক্তিযোদ্ধার রেলিগেশন শঙ্কা বাড়ল আরো বেশি করে। ১৭ ম্যাচে মুক্তিযোদ্ধা ও রহমতগঞ্জের পয়েন্টও ১১। বুধবারের ম্যাচে মুক্তিযোদ্ধা পয়েন্ট পেলে রহমতগঞ্জকে রেলিগেশন জোনে রেখে নিজেদের অবস্থান উপরে তুলতে পারত। পুলিশ এই জয়ে মোহামেডানের সঙ্গে সমান ২৫ পয়েন্ট অর্জন করেছে। গোল ব্যবধানে মোহামেডানের চেয়ে এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে। আগামী দুই দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিরতি। ২ জুলাই থেকে শুরু হবে ১৮তম রাউন্ডের খেলা। ঈদের আগে ১৮ রাউন্ডের খেলা পূর্ণাঙ্গভাবে শেষ হবে। ১৯ রাউন্ডের কিছু ম্যাচ ঈদের পর অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত