বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাঈমের প্রত্যাবর্তন

প্রকাশ : ১৬ মে ২০২২, ২০:৫১

সাহস ডেস্ক

দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দেখালেন নাঈম হাসান। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের মধ্য দিয়েই ফিরেছেন ২২ বছর বয়সী এ স্পিনার। লঙ্কানদের বিপক্ষে ৩.৫০ ইকোনোমি রেটে ১০৫ রান দিয়ে তিনি ঝুলিতে পুরেন ৬ উইকেট। আর এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

সোমবার (১৬ মে) চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১৯৯ রানে ম্যাথিউসকে আউট করার মধ্য দিয়ে নিজের ৬ষ্ঠ উইকেট তুলে নিয়ে লম্বা সময় পর টেস্টে প্রত্যাবর্তন হয় নাঈমের। ইনিংস শেষে তার ফিগার দাঁড়ায় ১০৬ রানে ৬ উইকেট।

এদিন সব উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে নাঈমের শুরুটা হয়েছিল দিমুথ কারুনারত্নকে ফেরানোর মধ্য দিয়ে। এরপর একে একে নাঈমের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, আসিথা ফার্নান্দোকে। সবশেষ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরানোর মধ্য দিয়ে টপকে যান নিজেকে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৬ উইকেট নেন তিনি।

নাঈম হাসানের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল চট্টগ্রামেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ডানহাতি এ স্পিনার তুলে নেন ৫ উইকেট। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ডানহাতি এই স্পিনারকে দেখা গেছে সাদা পোশাকের ক্রিকেটে। এরপর লম্বা বিরতি। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফর্ম তাকে ছিটকে দেয় দল থেকে। শ্রীলঙ্কা সিরিজের আগে সেই মিরাজের ইনজুরি কপাল খুলে দেয় নাঈমের। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ ম্যাচ খেলে ৩ বার এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন নাঈম। এখন পর্যন্ত সর্বমোট ৩১ উইকেট নিয়েছেন নাঈম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত